| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ৬৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


৬৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


রহমত নিউজ     05 July, 2024     12:05 PM    


নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধায় ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ায় শিক্ষক-শিক্ষার্থী কেউই স্কুলে আসতে পারছেন না। এ অবস্থায় গাইবান্ধা সদরসহ সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

শহীদুল ইসলাম বলেন, জেলায় মোট ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। তার ৬৬টিতে পাঠদান বন্ধ ও চারটির বড় ধরনের ক্ষতি হয়েছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে এ সব স্কুলে পাঠদান শুরু করা হবে।

বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গাইবান্ধা সদরে ১৭টি, ফুলছড়িতে ১৫টি, সাঘাটায় ২২টি ও সুন্দরগঞ্জ উপজেলায় ১২টি রয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই নদ-নদীর পানি বেড়ে গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৩০ হাজার মানুষ।