| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


রহমত নিউজ     25 June, 2024     10:45 AM    


রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে বসুন্ধরায় গলফ ক্লাবে এ ঘটনা ঘটে। পরে খবির উদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খবির উদ্দিনের বাড়ি যশোর জেলায়। তিনি ওই এলাকার মৃত মনজুর কাজীর ছেলে। তিনি ওই গলফ ক্লাবেই থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের সহকর্মী পলাশ মল্লিক বলেন, ভাটারায় বসুন্ধরার ভিতরে একটি গলফ ক্লাব তৈরি হচ্ছে। আমরা একটি ঠিকাদার কোম্পানির হয়ে ওখানে কাজ করি। সকালে এসে খবির উদ্দিন নিচে কাজ করছিলেন। হঠাৎ তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়ে জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা