রহমত নিউজ 12 June, 2024 11:17 PM
কুরবানির ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ ছাড়া পশুর হাটের বর্জ্য ৭২ ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান তিনি।
বুধবার (১২ মে) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কুরবানি সম্পন্ন করার আহ্বান জানান।
মেয়র তাপস বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছ্যন্দে কুরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কুরবানির পশুর হাটের কারণে নগরীতে যেন যানজট না হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএসসিসি মেয়র আরও বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিও নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।