| |
               

মূল পাতা অর্থনীতি এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানি রুপি


এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানি রুপি


রহমত নিউজ     29 May, 2024     09:19 PM    


এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানি রুপি। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে পাকিস্তানি রুপির মান। প্রবাসীরা ১ মে থেকে ২৪ মে পর্যন্ত ১৬৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা ২০২৪ সালের এপ্রিলের শেষে ৭.৮৩ বিলিয়ন ডলার থেকে মোট ৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।  

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, আরডিএ প্রবাহের বৃদ্ধি জুনের মাঝামাঝি ঈদুল আজহার কারণে আরও বাড়বে। প্রবাসী পাকিস্তানিরা তাদের পরিবারের সদস্যদের ও আত্মীয়দের কুরবানির পশু কিনতে এবং দেশের উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় সহায়তা করতে রেমিটেন্স পাঠাচ্ছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কয়েকটি দিক মিলে যাওয়ার কারণেই পাকিস্তানি রুপির এই উন্নতি সাধিত হয়েছে। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহও একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে।

প্রবাসী পাকিস্তানিদের জন্য তাদের পরিবারে অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ। চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন। আরডিএর মাধ্যমে অর্থ প্রবাহের বাইরেও শক্তিশালী রেমিট্যান্স, রপ্তানির স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণও রুপির এই শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে।

এদিকে শ্রীলঙ্কার রুপি এশিয়ার মুদ্রা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে দেশটির মুদ্রার বিনিময় হার। বিপরীতে ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।