| |
               

মূল পাতা জাতীয় স্বর্ণ ছিনতাই মামলায় রিমান্ডে পুলিশ কর্মকর্তা ও তার সোর্স


স্বর্ণ ছিনতাই মামলায় রিমান্ডে পুলিশ কর্মকর্তা ও তার সোর্স


রহমত নিউজ     21 May, 2024     08:37 AM    


চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার পুলিশের এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহিদুল ইসলাম জাহেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন জানান, নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে রোববার (১৯ মে) আব্দুল খালেক নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করেন খুলশী থানার এসআই আমিনুল ও তার সোর্স জাহেদ। এ সময় তাদের দুজনকে ধরে পুলিশে দেন জনতা; পালিয়ে যান তাদের সঙ্গে থাকা আরেকজন। এ ঘটনায় রাতেই আমিনুল ও জাহেদ এবং অজ্ঞাত একজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন আব্দুল খালেক।

এ ঘটনায় গ্রেপ্তার এসআই আমিনুল ও সোর্স জাহেদকে জিজ্ঞাসাবাদ করতে সোমবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, ঘটনার পর এসআই আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।