| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব আমদানির ওপর পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী


ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব আমদানির ওপর পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী


রহমত নিউজ     21 May, 2024     04:18 PM    


ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব আমদানি করা পণ্যের ওপর পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি বলেন, ঈদের আগে যেসব পণ্য আমদানি করা হবে সেগুলোর ওপর যাতে ডলারের দামের প্রভাব না পড়ে সেটা নিয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি এবং খাদ্যমন্ত্রীর সাথে বৈঠক করে কৃষিজাত পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে যাতে করে ঈদের আগে বাজার অস্থিতিশীল না হয়।

মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদ আসলেই দেশের কিছু সুযোগসন্ধানী মানুষ আছে যারা বাজারকে অস্থিতিশীল করতে চায়। তাই ঈদুল আজহার আগে যাতে বাজার স্বাভাবিক থাকে সেজন্য মনিটরিং এর উপর জোর দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  আমরা ইতোমধ্যে বাজার মনিটরিং শুরু করেছি। সবসময়ই বানিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে, এখন সেটা বাড়বে।

ঈদের পরে দাম বাড়বে কি না সেটা বৈশ্বিক অর্থনীতির উপর নির্ভর করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাজারে প্রচুর পণ্য সরবরাহ আছে। তাই পণ্যের ঘাটতি আছে এটা বলে দাম বাড়াতে পারবেনা ব্যবসায়ীরা।