| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল কানাডা


ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল কানাডা


আন্তর্জাতিক ডেস্ক     18 May, 2024     05:51 PM    


গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় দখলকৃত পশ্চিম তীরে চার দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা সরকার।

যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন- ডেভিড চাই চাসদাই, ইয়িনোন লেভি, জাভি বার ইয়োসেফ এবং মোশে শারভিত। এরা সবাই ফিলিস্তিনের বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সহিংসতা ও সম্পদহানির সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার কানাডার বৈশ্বিক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সহিংস ও অস্থিতিশীল’ কর্মকাণ্ডের অভিযোগে প্রথমবারের মতো তারা ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে চাসদাই, লেভিসহ কয়েকজন ইসরাইলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কথা বলে এলেও পশ্চিম তীরে ধারাবাহিকভাবে ইসরাইলি বসতি স্থাপনের ব্যাপারে তাদের খুব একটা ব্যবস্থা নিতে দেখা যায় না। তবে এবার সেই অবস্থান থেকে সরে এলো পশ্চিমা দেশগুলো।

সূত্র, আল জাজিরা।