| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামেয়া দারুল মা'আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী সম্পন্ন


জামেয়া দারুল মা'আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী সম্পন্ন


মাহবুবুল মান্নান     17 May, 2024     09:19 PM    


চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের "এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে" শ্লোগানে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭মে) বিকেলে চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার কনফারেন্স হলে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আফিফ ফুরকান মাদানির সঞ্চালনায় এ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি শায়খ সাইফুল্লাহ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র পরিষদের দায়িত্বশীল ও সদস্যদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিহত করেন সংগঠন উপদেষ্টা ও জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুদীর আল্লামা ফুরকানুল্লাহ খলীল।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাওলানা ড. রশীদ জাহিদ, প্রফেসর মাওলানা ড.মোস্তফা কামিল মাদানী, মাওলানা ড.আখতার হাকীম,মাওলানা শেখ সালামতুল্লাহ মাদানী, মাওলানা নুরুল আমীন মাদানী, মাওলানা ড.শোয়াইব রশীদ মক্কিসহ সংগঠনের বিভিন্ন স্থরের দায়িত্বশীলগন।

অনুষ্ঠানে আলোচকরা সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে পরিকল্পনা কমিটি গঠন,  স্থায়ী কল্যাণ-তহবিল গঠন, দারুল মা'আরিফের আদলে  শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, পেশাজীবনে ধৈর্য ও ত্যাগ স্বীকার করা,  দ্বীনিশক্ষার  প্রচারে-প্রসারে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  ইসলাম বিরোধী বহুমূখী ষড়যন্ত্র মোকাবিলায় আত্মনিয়োগ করাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। 

এছাড়া অনুষ্ঠানে জামেয়ার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।