রহমত নিউজ 09 May, 2024 09:18 PM
নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কেটে যাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৯ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ঢাকার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসন্ন সফর সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন পররাষ্ট্র সচিব। বললেন, ভোটের আগের আর এখনকার পরিস্থিতি ভিন্ন। এখন সব দেশই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন ডোনল্ড লু।
ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের বিষয়ে মাসুদ বিন মোমেন জানান, সীমান্তে বেসামরিক মানুষ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মারণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান মিলে আঞ্চলিক গ্রিড তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে।
ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ কথা উল্লেখ করে তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তিস্তা চুক্তি ও গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারে ঢাকা আশাবাদী।