| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন দাওরায়ে হাদিস পরীক্ষায় পাসের হার ৮৮.৩৭ ; যেভাবে দেখবেন ফলাফল


দাওরায়ে হাদিস পরীক্ষায় পাসের হার ৮৮.৩৭ ; যেভাবে দেখবেন ফলাফল


রহমত নিউজ     08 April, 2024     03:18 PM    


আজ আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ১৪৪৫ হিজরির দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮৮.৩৭ % শতাংশ। এবারের দাওরায়ে হাদিস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৩১৯৯৯ জন। তন্মধ্যে ছাত্র ১৭,১৪৫ জন ও ছাত্রী ১৪,৮৫৪ জন। সারাদেশে ৯৯টি ছাত্র ও ১৯৫টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩১৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৮,২৭৯ জন, অনুত্তীর্ণ ৩,৭২০ জন এবং অনুপস্থিত ছিল ৮০৮ জন। পাশের হার ছাত্র ৯২.১৭ %, ছাত্রী ৮৪.০ %। গড় পাশের হার ৮৮.৩৭ %।

আজ (৮ এপ্রিল) সোমবার বেলা সাড়ে ১২টায় উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ  হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

পরীক্ষায়  মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১৪৮১ জন এবং ছাত্রী ১৬৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫০৭৯ জন, ছাত্রী ২২৫৫ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬৫৮১ জন, ছাত্রী ৬০৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২৬৬১ জন, ছাত্রী ৩৯৭৬ জন। মোট ১৬ জনের পরীক্ষা বাতিল (যবত্) করা হয়।

এছাড়া ১২ জনের পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে, সমস্যা সমাধানের পরে তাদের ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৪ তম ও ছাত্রী ৩০ তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩০ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মোঃ শাব্বীর আহমদ খন্দকার, রোল নং ২৯৬১০। ৯২৯ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া, বছিলা, মোহাম্মদপুর, ঢাকার আব্দুল্লাহ আল মাহমুদ, রোল নং ২৪৬৩০। ৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার আবূ উমামা, রোল নং ২৯৬০৬ ।

৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার জান্নাতুল ফেরদৌস, রোল নং ১৯৭৯৪। ৮৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, ঢালিবাড়ি, ভাটারা, ঢাকার মারিয়াম বুশরা, রোল নং ২৩১৩৫। ৮৮৬ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার মোসাঃ সামিয়া জাহান মুক্তা, রোল নং ১৯৭৯৫।

নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result