| |
               

মূল পাতা জাতীয় রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, ইফতারে বিশেষ সুবিধা


রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, ইফতারে বিশেষ সুবিধা


রহমত নিউজ     10 March, 2024     07:25 PM    


রমজান মাসে মেট্রোরেল চলবে নতুন সময়সূচি অনুযায়ী। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রমজানের শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, ১৬ রমজান থেকে শেষ রমজানের শেষ পর্যন্ত মেট্রো চলাচল ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে। এছাড়া মেট্রোরেলে পানাহার নিষিদ্ধ ছিলো। তবে ইফতারের সময়ে ২৫০ মিলিলিটারের পানি কিংবা পানীয় বহন করা যাবে।

তিনি জানান, প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনও পরিবর্তন হবে না। রমজানের শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।

রোববার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে এম এ এন ছিদ্দিক আরও জানান, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।