| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি দ্রব্যমূল্য বাড়াতে যারা গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


ফাইল ছবি

দ্রব্যমূল্য বাড়াতে যারা গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত নিউজ     10 March, 2024     07:14 PM    


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়াতে যারা গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর রেস্টুরেন্টগুলোতে অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমনকি কোনো কোনো রেস্টুরেন্টের মালিক নয়, কেবল কর্মকর্তা-কর্মচারীরা গ্রেপ্তার হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপনারা এ ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেছেন। রাস্তার পাশের বাড়িগুলোতে রেস্টুরেন্ট করার অনুমতি ছিল না।

আসাদুজ্জামান খান বলেন, যে ভবনটিতে আগুন ধরেছে, সেই বাড়িটি অফিস করার জন্য তৈরি করা হয়েছিল বলে স্থপতি বলেছেন। রেস্টুরেন্টের জন্য নকশা করা হয়নি। এ ছাড়া ফায়ার এক্সিট সিঁড়িগুলোতে গ্যাসের সিলিন্ডার বসিয়ে চলাচলের অনুপযুক্ত করা হয়েছে। যে কারণে আকস্মাৎ এ অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারিয়েছেন। কাজেই এক্ষেত্রে যাদের গাফিলতি ছিল, তাদের আইনের মুখোমুখি হতে হবে।