| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি মানুষের হাতে এখন প্রয়োজনের চেয়ে টাকা বেশি আছে: বাণিজ্য প্রতিমন্ত্রী


মানুষের হাতে এখন প্রয়োজনের চেয়ে টাকা বেশি আছে: বাণিজ্য প্রতিমন্ত্রী


রহমত নিউজ     22 February, 2024     03:09 PM    


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই। কাউকে না খেয়ে থাকতে হয় না। মানুষের হাতে এখন প্রয়োজনের চেয়ে বেশি টাকা আছে বলেও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্যে অস্থিরতাঃ উত্তরণের উপায় বিষয়ে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, দাম বাড়ুক বা কমুক, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, ব্যবসায়ী ও ভোক্তা সকলেই আমাদের। ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার জন্য ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্যরা কাজ করছে। ইতিমধ্যে চালের বস্তায় পণ্যের বিস্তারিত তথ্য উল্লেখ করার জন্য পরিপত্র জারি করা হয়েছে।

তিনি বলেন, রিজার্ভ নেই, এটা সত্য নয়। রিজার্ভ কিছুটা চাপে আছে। রিজার্ভের টাকা যদি আমরা জনগণের প্রয়োজনে খরচ করতে না পারি, তাহলে সে টাকা দিয়ে আমরা কী করব। আইএমএফের নীতি অনুযায়ী তিনমাসের পণ্য আমদানির জন্য আমাদের যথেষ্ট ডলার রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রিজার্ভের টাকা দিয়ে ইতিমধ্যে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দামে স্থিরতা থাকবে।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সমন্বিত নজরদারি ও খবরদারি বাড়ানোর তাগিদ দেন। সেই সাথে দেশে খাদ্যশষ্যের প্রকৃত উৎপাদন, চাহিদা ও মজুদের তথ্য উপাত্তে গরমিল দূর করার পরামর্শ দেন।