| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ১১১ দিন পর কারামুক্ত মির্জা আব্বাস


সংগৃহীত

১১১ দিন পর কারামুক্ত মির্জা আব্বাস


রহমত নিউজ     19 February, 2024     08:46 PM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ১১১ দিন পর কারামুক্ত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান তিনি।

কারামুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, আমাদের গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনও বন্দি। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। কারাগারে চিকিৎসার প্রতুলতার কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ করে তাদের সু-চিকিৎসার দাবি জানান তিনি।

এদিকে, কারাগার থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে বরণ করেন। এ সময় কর্মীরা আব্বাস ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে, মির্জা আব্বাসের ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এর আগে, ঢাকা রেলওয়ে থানার এক মামলায় আজ (সোমবার) জামিন পান মির্জা আব্বাস। এর ফলে গত ২৮ অক্টোবরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পান তিনি। এতে মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা কেটে যায়।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসে গ্রেপ্তার করা হয় এবং ১ নভেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৫ নভেম্বর থেকে মির্জা আব্বাস কারাগারেই ছিলেন।