রহমত নিউজ 12 February, 2024 02:09 PM
অর্থনীতিতে সংকট কাটছে এবং রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতিতে কিছু সংকট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নউড হ্যামিলার্সের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রিজার্ভ বাড়ছে। অনেক ভালো করছে বাংলাদেশ। আমরা একটা দুইটা দাতা সংস্থার উপর নির্ভর করছি না।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট থাকলেও সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমাদের অবস্থার উন্নতি হচ্ছে এবং আমরা সঠিক পথেই আছি। নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে তা না। এজন্য কিছুটা সময় লাগবে।