রহমত নিউজ 28 December, 2023 11:07 PM
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) মো: হাফিজ উদ্দিন আহমেদের ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর গুলশান থানায় এক যুগ আগে দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের এই সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।
মামলার অপর আসামিরা হলেন মেজর (অব.) মো: হাফিজ উদ্দিন আহমেদ, মেজর (অব.) মো: হানিফ, এম এ আউয়াল খান, এম এ কাউয়ুম, মো: দুলাল, মো: রাসেল, মঈনুল ইসলাম, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, মো: বাবুল হোসেন ওরফে বাবু, মো: আলমগীর হোসেন ওরফে রাজু, মো: জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: সামসুল হক মিয়াজী, মো: বিপ্লব, মো: খুরশিদ আলম মমতাজ, মো: মোশারফ হোসেন ও মো: মাহাবুব।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে আসামিরা বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার ২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।