প্রবাস ডেস্ক 30 November, 2023 10:04 AM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি ও খলিফায়ে ইমামবাড়ী শায়খ মাওলানা আফসার উদ্দীন রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) জমিয়তের ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শায়খ মাওলানা আফসার উদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন মুখলিস রাজনীতিবিদ।তিনি কখনও তার প্রিয় সংগঠন জমিয়তকে নিজের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করেননি। তিনি শুরাভিত্তিক সিদ্ধান্তের প্রতি সবসময় আনুগত্য স্বীকার করেছেন। এটাই হল আমাদের জমিয়তের আকাবিরদের আদর্শ। বর্তমান বিবাদমান পরিস্থিতিতে জমিয়তের সিদ্ধান্তের প্রতি সর্বস্তরের কর্মীদের আস্থা ও ভরসা রাখার আহবান জানিয়ে নীতি আদর্শকে জলাঞ্জলি না দেওয়ার আহবান জানান। এবং আকাবির আসলাফদের রেখে যাওয়া আমানত শতাব্দীর প্রাচীণতম রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার উদাত্ত আহবান জানান।
জমিয়তের লন্ডন মহানগর সভাপতি মাওলানা আশফাকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল বছির, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব ও ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ, ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতী আব্দুল মুনতাকিম, জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, সুনামগঞ্জ দারুল উলুম দরগাহপুর মাদগরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হাম্মাদ গজনগরী, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জমিয়তে ওমান শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম সাতবাকী, লন্ডন মহানগর প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, মাওলানা তোফায়েল আহমেদ কামরান, মাওলানা আফসার উদ্দীন রাহ.-এর তিন ছেলে সালমান, মুফতী নোমান ছালেহ, হাফিজ জাকওয়ান, মেয়ের জামাই মাওলানা আফাজ উদ্দিন,হযরত আবুবকর সিদ্দীক রাঃ হাফিজিয়া নৃরানী মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ প্রমুখ!