| |
               

মূল পাতা প্রবাস লন্ডনে তাহাফফুজে খতমে নবুওয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


লন্ডনে তাহাফফুজে খতমে নবুওয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রবাস ডেস্ক     07 November, 2023     08:50 PM    


সর্বদলীয় সংগঠন মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডনের উদ্যোগে খতমে নবুওত প্রশিক্ষণ কর্মশালা শিরোনামে জ্ঞানগর্ভ ও তথ্যসমৃদ্ধ জনাকীর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত (৫ নভেম্বর) রবিবার লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের বিশাল সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুফতি সায়্যিদ আফফান মনসূরপুরী ভারত। হামদ্ ও না'ত উপস্থাপন করেন উর্দু জগতের বিখ্যাত শায়ের সায়্যিদ সালমান গিলানী। সভাপতিত্ব করেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত লন্ডনের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া। তাহাফফুজে খতমে নবুওয়ত লন্ডনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল বাসিতেরর যৌথ পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন তাহাফফুজে খতমে নবুওয়ত লন্ডনের জেনারেল সেক্রেটারী মুফতি আবদুল মুনতাকিম।

গাজা- ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসিম রশীদ আহমদ। খতমে নবুওয়তের সর্ববাদী সম্মত আকীদা এবং অন্যান্য আনুষঙ্গিক গবেষণামূলক বিষয়াদি সম্পর্কে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেন শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান মনোহরপুরী, বিখ্যাত স্কলার মুফতি আবদুর রাহমান মাঙ্গেরা, মাওলানা ইমদাদুর রাহমান আল মাদানী, খতমে নবুওয়ত একাডেমী লন্ডনের পরিচালক মাওলানা সুহেল বাওয়া, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আবদুল বাসিত ও মাওলানা শিব্বীর আহমদ প্রমুখ।

সভায় বিশেষ আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি খালেদ মাহমুদ, তাহাফফুজে খতমে নবুওয়ত লন্ডনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, সারে মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা আবদুর রব, তাহাফফুজে খতমে নবুওয়ত লন্ডনের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি মাওসূফ আহমদ প্রমুখ। সংগঠনের উপদেষ্টা, কাউন্সিল অফ মস্ক লন্ডনের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামছুল হকের উপদেশ ও দীর্ঘ মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। মোনাজাতের মধ্যে মজলুম ফিলিস্তিনীদের জন্য কায়মনোবাক্যে আল্লাহর সমীপে সাহায্যের প্রার্থনা করা হয়।