| |
               

মূল পাতা আন্তর্জাতিক মোবাইল-ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন : ‘ব্ল্যাকআউটে’ গাজা


মোবাইল-ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন : ‘ব্ল্যাকআউটে’ গাজা


আন্তর্জাতিক ডেস্ক     01 November, 2023     12:56 PM    


ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন সম্পূর্ণভাবে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়ে ফিলিস্তিনের বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি প্যালেস্টাইন টেলিকমিউনিমেকশন কোম্পানি (প্যালটেল) বলেছে, প্রিয় দেশবাসীকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাজা এখন ইন্টারনেট ও মোবাইল কমিউমিকেশন নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চলানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে এবং গত শনিবার থেকে স্থল বাহিনীও তাতে যোগ দিয়েছে।

ইসরায়েলের বিমান বাহিনীর গত ৪ সপ্তাহের টানা বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ব্যবসা রয়েছে— এমন সব কোম্পানির মোবাইল ও ইন্টারনেট সংযোগ নেটওয়ার্ক তছনছ হয়ে গিয়েছিল অনেক আগেই । একমাত্র টিকে ছিল প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবা। মঙ্গলবারের অভিযানে প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবাও ধ্বংস হয়ে গেছে।