রহমত নিউজ ডেস্ক 01 November, 2023 09:16 AM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ঈঙ্গ-মার্কিন সাম্রাজীবাদীর মদদে ইসরাইল গাজা উপত্যকায় ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞে মেতে উঠেছে। মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী পুরো বিশ্বে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। আমেরিকার মদদেই দখলদার ইসরাইল ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই হত্যাকাণ্ড, যুদ্ধ আমরা চাই না। আমাদের কথা হচ্ছে ফিলিস্তিনের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তাদের রাষ্ট্র যেন তারা ফেরত পায়, সেটা আমরা চাই। ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সব বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসতে হবে।
আজ (৩১ অক্টোবর) মঙ্গলবার সন্ধায় খুলনার রুপসা উপজেলার একটি একটি মাদরাসা ময়দানে অনুষ্ঠত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনেসভাপতিত্ব করে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্রক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চরমোনাই পীর বলেন, ফিলিস্তিনে অনবরত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নারী ও শিশু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজ সেখানে কী অবস্থা? আমরা মানবাধিকারের কথা শুনি। অনেককিছু শুনি। আমাদের প্যালেস্টাইনের জনগণ যে অমানবিক জীবনযাপন করছে, সেখানে হাসপাতালকে নিরাপদ মনে করে মা তাদের সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনী এয়ার অ্যাটাক করে, বোম্বিং করে. নারী-শিশুকে হত্যা করে। একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে। এর নিন্দার ভাষা নেই। হাসপাতালের মতো জায়গায় তা কী করে হামলা করতে পারলো? মানুষ হত্যা করতে পারলো? নারী-শিশু, অন্তঃসত্ত্বা হত্যা করেছে। শিশুরা বড় হলে নাকি যোদ্ধা হয়ে যায়, তাই তাদের হত্যা। একজন মনুষ হিসেবে, প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। এই হত্যাকাণ্ড, যুদ্ধ আমরা চাই না। ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা