রহমত নিউজ ডেস্ক 22 October, 2023 06:01 PM
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে ইউরোপ মনে হয়। আর নামলেই আমাদের বাসগুলো দেখলে মনে হয় গরিব গরিব চেহারা। জীর্ণ, মুড়ির টিন চলছে। গায়ে লেখা “আল্লাহর নামে চলিলাম”। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের ওপর। মালিক সমিতিকে বলব, এসব গাড়ি কীভাবে চলে ঢাকা শহরে?’
আজ (২২ অক্টোবর) রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
বাসমালিকদের বাসগুলোকে মেরামত করে সুন্দর রাখার পরামর্শ দিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই কথা কতবার বললাম। কী লাভ হলো? কথা অনেক বলেছি। কথা কাজে পরিণত না হলে মূল্য থাকে না। লোড কন্ট্রোল স্টেশন না থাকায় কোটি কোটি টাকায় নির্মিত সড়ক নষ্ট হয়ে যাচ্ছে, ২৭টা লোড কন্ট্রোল স্টেশন প্রকল্পে আছে। এগুলো করা প্রথম দায়িত্ব। কয়টা হয়েছে?
আদালত ২২টি সড়কে ইজিবাইক, নছিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও তা বন্ধ হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বেশির ভাগ জায়গায় এটি বন্ধ হয়নি। আমি ভিজিটে গেলে ইজিবাইক চলাচল বন্ধ হয়, চলে এলেই শুরু হয়ে যায়। নছিমন-করিমন ছোট যান, বন্ধ করতে গেলে জনপ্রতিনিধিদের কাছ থেকে বাধা আসে। জনপ্রতিনিধিরা বলেন, গরিব মানুষ যাবে কোথায়? ভোটের রাজনীতিতে কেউ ভোট নষ্ট করতে চায় না।
অনেক বিলম্বের পর ড্রাইভিং লাইসেন্সের সমস্যা সমাধান হওয়ার পথে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এগুলো বেসিক, এর সমাধান করতে হবে।’ এ সময় তিনি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের দিকে তাকিয়ে হাস্যরস করে বলেন, ‘চেয়ারম্যানের একটা প্রমোশন দরকার। প্রমোশন না হওয়ায় সে ডিপ্রেশড থাকে। এই জন্য ড্রাইভিং লাইসেন্সে বিলম্ব হচ্ছে। সড়ক পরিবহন আইন করলাম। কিন্তু বাস্তবায়নপ্রক্রিয়া এত বিলম্বিত করেছি, দুঃখজনক। আইন আছে, প্রয়োগ নাই, এমন আইনের দরকার কী?