| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের মজলিসে খাসে নতুনভাবে যুক্ত হলেন যারা


বেফাকের মজলিসে খাসে নতুনভাবে যুক্ত হলেন যারা


জামিল আহমদ     22 October, 2023     07:33 PM    


দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠন করা হয়েছে। মজলিসে খাসে নতুনভাবে যুক্ত হয়েছেন বেফাকের দুই সহ সভাপতি। জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম ময়মনসিংহের মুহতামিম মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ও দারুল উলুম দত্তপাড়া নরসিংদীর মুহতামিম মাওলানা শওকত হোসাইন সরকার।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ঢাকার যাত্রবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাকের নতুন ভবনে ১১তম মজলিসে উমুমি সম্মেলেনে মনোনীত আমেলা সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে এ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করেছেন বেফাকের নির্বাহী সদস্য ও প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আরো পড়ুন : একনজরে বেফাকের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ

বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা জাফর আহমদ, মুফতি ফয়জুল্লাহ, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা রুহুল আমিন খান উজানভী, মাওলানা শওকত হোসাইন সরকার নরসিংদী, মুফতি মনসুরুল হক, মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, নির্বাহী সদস্য ও প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ সারাদেশের শতাধিক আমেলা সদস্যরা।

বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের উপর ইতিহাসের বর্বরতম ইসরাঈলী আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। দখলদার উগ্র জায়নবাদী ইয়াহুদীরা সেখানকার মসজিদ হাসপাতাল স্কুলসহ গোটা জনবসতি উপর্যুপরি বোমা হামলায় ধ্বংস করে দিচ্ছে। সংঘটিত হচ্ছে জঘন্য গণহত্যা। অবিলম্বে বিশ্ব বিবেক জাগ্রত হয়ে এই অমানবিক আগ্রাসন বন্ধের উপায় বের করতে হবে।

আরো পড়ুন : বেফাকের ১৫০ সদস্যের মজলিসে আমেলায় স্থান পেলেন যারা

বৈঠকে রাজধানীর মিরপুরে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানীদের কেন্দ্র তৈরি এবং মসজিদ নাম দিয়ে কাদিয়ানী উপাসনালয় স্থাপনেরও গভীর নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাধ্যমে মুসলিম জনসাধারণের প্রাণের দাবি পূরণের প্রতি জোর দেয়া হয়। সেই সাথে করাবন্দী ওলামায়ে কেরামের মুক্তিদান এবং সকল হয়রানীমূলক মামলা প্রত্যাহার করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (শনিবার) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় মিলনায়তনে মজলিসে উমুমির সম্মেলনে আগত প্রায় ৩ হাজার উমূমী সদস্যের মতামতের ভিত্তিতে ১১তম মজলিমে উমুমিতে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের মজলিসে আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা কমিটির অনুমোদন হয়।

মজলিসে উমুমীর সম্মেলনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও মহাসচিব ব্যতিত বাকিদের নাম প্রস্তাব করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে, সভায় আগামী পাঁচ বছরের জন্য সভাপতি পদে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মাওালানা মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি পদে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া বি-বাড়িয়ার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান ও মহাসচিব পদে রাজধানীর ঢাকা মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের নাম প্রস্তাব করেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরী।