| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি বিচার বিভাগ নিয়ে কথা বললে তারা খুব মাইন্ড করেন: শামসুজ্জামান দুদু


বিচার বিভাগ নিয়ে কথা বললে তারা খুব মাইন্ড করেন: শামসুজ্জামান দুদু


রহমত নিউজ     13 October, 2023     05:02 PM    


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিচার বিভাগ নিয়ে কথা বলা খুব কঠিন। বিচার বিভাগ নিয়ে সত্য-মিথ্যা বলা যায় না, বললে তারা খুব মাইন্ড করেন।

শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গতকাল (বৃহস্পতিবার) একটি রায়ে দেখলাম সকালে দণ্ডিত, দুপুরে জামিন এবং বিকেলে খারিজ। অভিযুক্ত কোনো একসময় জজ ছিলেন, তিনি এই সুবিধা পেয়েছেন। অথচ, আরেকটি মামলায় দেখলাম শুধু সমালোচনা করায় একজন মেয়রকে লাখ টাকা জরিমানাসহ এক মাস জেল দেওয়া হয়েছে। এসব কারণেই কি আদালত, বিচার-বিভাগ, বিচারালয়কে আমেরিকা ভিসানীতির আওতায় এনেছে?

তিনি বলেন, বাংলাদেশে শুধুমাত্র খালেদা জিয়ার সরকারের সময় সহনশীল অবস্থা ছিল। তিনি জীবনে কখনও কোনো নির্বাচনে পরাজিত হননি। অথচ তাকে মিথ্যা মামলায় পাঁচ বছর জেলখানায় আটকে রাখা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে আমরা কখনই শত্রু মনে করি না। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি। আমরা ভোটের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে চাই।

দুদু বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নতুন আদর্শিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা কাউকে নিশ্চিহ্ন, ধ্বংস করতে চাই না।

অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাহমুদ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি জসিম শিকদার রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।