মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
রহমত নিউজ ডেস্ক 08 October, 2023 12:18 PM
অবৈধ দখলদার ইসরায়েলে হামাসের রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে অবৈধ দখলদার ইসরায়েলি সামরিকবাহিনী। দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কা। এ অবস্থায় রবিবার (৮ অক্টোবর) জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে, শনিবার সকালে অবৈধ দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস আকস্মিক রকেট হামলা শুরু করে। এ হামলায় কমপক্ষে অবৈধ দখলদার ৩০০ ইসরায়েলি নিহত হয় বলে জানা গেছে। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের পালটা আক্রমণে কমপক্ষে ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।