| |
               

মূল পাতা আন্তর্জাতিক মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭


মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক     06 October, 2023     06:58 PM    


ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।  আহতদের মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছয় তলার এ ভবনটি মুম্বাইয়ের গোরেগাওঁয়ের এমজি রোডে অবস্থিত।

কর্তৃপক্ষ জানায়, ভোর রাতের দিকে আগুন লেগে তা নিচতলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে কেউ বিল্ডিং থেকে বের হতে পারছিল না। এরইমধ্যে আগুনের শিখা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পরে। এ সময় ভবনের নিচে নীচে থাকা একাধিক গাড়িতেও আগুন লেগে যায়।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তাদের চেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাতজনের মৃতদেহ উদ্ধার করে দমকল বাহিনী। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মুম্বাই দমকল বাহিনীর কর্মকর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানায়, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ভবনটি তৈরি করা হয়েছিল। এতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না।

সূত্র, হিন্দুস্তান টাইমস।