রহমত নিউজ ডেস্ক 03 October, 2023 08:30 AM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ আজ কঠিন সংকটের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে, রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। আর এ অবস্থার সুযোগ নিচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো। এ পরিস্থিতিতে দেশ ও জনগণকে বাঁচাতে সকল দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
সোমবার (২ অক্টোবর) দুপুর ২টা থেকে মুন্সিগঞ্জ জেলা সুপার মার্কেট চত্বরে (কৃষি ব্যাংক সংলগ্ন) বিদ্যমান রাজনৈতিক সংকর উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন পিআর পদ্ধতির প্রবর্তণ, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি আলহাজ্ব কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী শাহাদাত হোসেন লস্করপুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী শ্রমিক আন্দোলনের অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন প্রমুখ।