রহমত নিউজ 02 October, 2023 10:31 AM
চা-শ্রমিকের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রম মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
রবিবার (১ অক্টোবর) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের আহ্বায়ক রত্না বসাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সংগঠক প্রজাপতি ছত্রী, সুগা মাহালী, সবিতা গোয়ালা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মামুন বেপারি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে চা-শ্রমিকেরা যখন জীবনমান রক্ষায় দৈনিক নগদ মজুরি ৬০০ টাকার ঘোষণার দাবিতে আন্দোলন করছেন, তখন সরকার চা-শ্রমিকদের আগের মজুরি দৈনিক ১৭০ টাকা বহাল রাখার ঘোষণা দিয়েছেন, যা চা-শ্রমিকদের স্বার্থবিরোধী ও পক্ষপাতদুষ্ট। শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পরিহাসের সমান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট