| |
               

মূল পাতা সারাদেশ মহানগর বৃহস্পতিবার ময়মনসিংহে ১০ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু


বৃহস্পতিবার ময়মনসিংহে ১০ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু


রহমত নিউজ     02 October, 2023     11:18 AM    


মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্র ‘সীরাতকেন্দ্র’ উদ্যোগে ময়মনসিংহে ‘১০ দিনব্যাপী ইসলামী বইমেলা’র আয়োজন করা হয়েছে। 

আগামী (৫ অক্টোবর) বৃহস্পতিবার ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে এ বইমেলা শুরু হবে। মেলায় বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন দেশেরে শীর্ষ আলেম, লেখক ও গবেষকবৃন্দ। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় থাকবে নারী প্রহর প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সমৃদ্ধ গ্রন্থ নিয়ে সীরাত কর্নার ও শিশু কর্নার।

বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি মাওলানা আবদুর রহমান হাফেজ্জী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আবদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-মসিক মেয়র মােঃ ইকরামুল হক টিটু ও বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলার সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া সেহড়ার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম মাসকান্দার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সহ সভাপতি মাওলানা যাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জামিয়া আরাবিয়া মাখনুল উলুমের মুহতামিম মাওলানা মুহাম্মাদ ইবনে হাফেজ্জী ও খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। সভাপতিত্ব করবেন, সীরাতকেন্দ্রের সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ। সমন্বয়ক সীরাতকেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলো হলো : রাহনুমা প্রকাশনী, হুদহুদ প্রকাশন, সমকালীন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, নবপ্রকাশ, মিরর পাবলিকেশন্স, রুহামা পাবলিকেশন, সত্যায়ন প্ৰকাশন, সন্দীপন প্রকাশন, বইপল্লি, মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আশরাফিয়া বুক হাউস, কালান্তর প্রকাশনী, আলোকধারা প্রকাশন, অৰ্পণ প্রকাশন, তারুণ্য প্রকাশন, মাকতাবাতুত দাওয়া, দারুল লুগাতিল আরাবিয়া, আল মাহমুদ প্রকাশন, মাকতাবাতুল আসলাফ, মুহাম্মদ পাবলিকেশন, আবরণ প্রকাশন, পথিক প্রকাশন, দারুল আরকাম, উমেদ প্রকাশ, আল ইখলাছ পাবলিকেশন, চেতনা প্রকাশন, আয়ান প্রকাশন ইত্তেহাদ পাবলিকেশন, আযান প্রকাশনী, আন্-নূর পাবলিকেশন, বইঘর, আশরাফী বুক ডিপো, থানভী লাইব্রেরী, পুনরায় প্রকাশন ফাতিহ প্রকাশন, মাকতাবাতুত তাকওয়া, আহবাব পাবলিকেশন, প্রয়াস প্রকাশন, আলোকিত প্রকাশনী, আল মোমিন পাবলিকেশন্স, হেরার জ্যোতি প্ৰকাশন, মাকতাবাতুল হাসান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ