মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ ইউক্রেনকে সব সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র : জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক 02 October, 2023 12:54 PM
যুক্তরাষ্ট্রে শাটডাউন ঠেকাতে শেষ মুহূর্তে একটি অস্থায়ী তহবিলে বিল মার্কিন কংগ্রেসে পাস হলেও তাতে ইউক্রেনের জন্য কোনো সহায়তার কথা উল্লেখ নেই। বিষয়টিকে ভালোভাবে না নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর আস্থা রাখতে পারে ইউক্রেন। আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমাদের মার্কিন মিত্রদের আশ্বস্ত করতে চাই... আপনারা আমাদের সমর্থনের ওপর আস্থা রাখতে পারেন, আমরা ছেড়ে যাবো না।
মার্কিন কংগ্রেসে পাস হওয়া আগামী ৪৫ দিনের জন্য তহবিলটিতে কিয়েভকে সহায়তার প্যাকেজ নেই। এ নিয়ে প্রশ্ন উঠেছে যে দেশটির জন্য বাজেট কমিয়ে আনছে কিনা ওয়াশিংটন। কিন্তু কিয়েভের জন্য প্রতিশ্রুতির ৬০০ কোটি ডলারের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত না করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। যা হোয়াইট হাউজের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইউক্রেনের জন্য মোটা অঙ্ক বাজেটের বিরুদ্ধে শক্ত অবস্থানে মার্কিন প্রতিনিধি পরিষদ। তারা এই যুদ্ধে বাইডেনের ফর্মূলা নিয়েও প্রশ্ন তুলেছেন।
২০২২ সালের জানুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে কিয়েভের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বাইডেন প্রশাসন। আরও ২ হাজার ৪০০ কোটি ডলারের প্যাকেজের জন্য আবেদন রয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। গতকালের পাস হওয়া বিলে এটি না থাকায় নতুন করে উত্থাপনের প্রয়োজন পড়বে। বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে ।