| |
               

মূল পাতা জাতীয় ‘বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান পঞ্চম’


‘বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান পঞ্চম’


রহমত নিউজ ডেস্ক     02 October, 2023     10:19 AM    


বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একিউআই সূচকে শহরটির স্কোর ছিল ১৭০। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬১। আর ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউএয়ারে ঢাকার স্কোর ছিল ১৫২। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার (২ অক্টোবর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আইকিউএয়ারে দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) যতটা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে সাড়ে ১১ গুণ বেশি।