প্রবাস ডেস্ক 26 September, 2023 12:50 PM
প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তাবনা পেশ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ বলেন, এটি বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশে প্রবাসীরা বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির শিকার হন, কিন্তু কার্যকরী কোনো প্রতিকার পান না। প্রবাসীরা দেশে বিনিয়োগ করেন এবং রেমিট্যান্স পাঠান। প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও তাদের বাংলাদেশ সফরের সময় তেমন কোনো সুরক্ষা পান না। যখন তারা কোনো আইনি জটিলতায় পড়েন আইনি কাঠামোর দুর্বলতার কারণে তারা অধিকার থেকে বঞ্চিত হন। সামগ্রিক বিবেচনায় প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠিত হলে তারা বিনিয়োগে উৎসাহীত হবে। দলমত নির্বিশেষে ঐকবদ্ধ হয়ে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান তিনি।
সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা’স পার্টি হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সেক্রেটারি এম রহমান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক এম রহমান মাঈনুদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাশিদ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, অ্যাডভোকেট মুজিবুর রহমান ও মাহবুবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আসলাম খান প্রমুখ।