| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৩


ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৩


রহমত নিউজ     22 September, 2023     07:34 PM    


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটির একজন এবং ঢাকা সিটির বাইরের তিনজন। এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৬৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৮৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সারাদেশে ১০ হাজার ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। মারা গেছেন ৮৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ২৮৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।