মফস্বল ডেস্ক 15 September, 2023 04:13 PM
সরকারি মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার কাঁচা মালের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় কৃষি বিপণন আইনের ৪৫ ধারায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
সহকারী পরিচালক বলেন, অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে জনপ্রিয় ভান্ডার মালিক বকুল খন্দকার নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। এ অভিযানে বাজার পরিদর্শক ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর