| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ডিবি একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে : ডিবিপ্রধান হারুন


ডিবি একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে : ডিবিপ্রধান হারুন


রহমত নিউজ ডেস্ক     07 August, 2023     11:07 AM    


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঢাকাসহ সারাদেশে আমাদের ডিবিতে মানুষ সহযোগিতা নেয়ার জন্য আসছেন। আমি মনে করি, ডিবি একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, ডিএমপির ডিবিতে দুটি সাইবার ইউনিট আছে। দুজন ডিসির নেতৃত্বে কাজ করছে। আমরা মনে করি আমাদের সাইবার ইউনিট এখন অনেক শক্তিশালী। আপনারা লক্ষ্য করবেন শুধু হিরো আলম, সুড়ঙ্গ সিনেমার ব্যক্তিরাই নয়; বিভিন্ন সময়ে যারাই সাইবার বুলিংয়ের বিষয়ে আমাদের কাছে এসেছেন আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিয়েছি। যে কারণে ঢাকাসহ সারাদেশে আমাদের ডিবিতে মানুষ সহযোগিতা নেওয়ার জন্য আসছেন।

তিনি আরো বলেন, শুধু ডিবি সাইবার ইউনিট নয়, আমাদের প্রত্যেকটি টিম অনেক শক্তিশালী। যখনই ঢাকা শহরে যেকোনো ঘটনা ঘটছে আমরা চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। প্রযুক্তি যত উন্নত হবে তার কিছু অপপ্রয়োগ হবে। সে কারণেই আমাদের সাইবার ইউনিট হয়েছে। সাইবার অপরাধ যখন ঘটবে, অপরাধীদের শনাক্ত করা এবং গ্রেফতার করা সেই কাজটা আমরা করছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা