| |
               

মূল পাতা আন্তর্জাতিক উগান্ডায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু


ফাইল ছবি

উগান্ডায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক     02 August, 2023     10:59 PM    


উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ধারণক্ষমতার অতিরিক্ত বোঝা বহন এবং খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভ্রণের সময় লাইফ জ্যাকেট পরতে এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত বোঝা বহন না করতে আগে থেকেই সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

এর আগে, ২০১৮ সালে নভেম্বরে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। একই বছরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে শতাধিক মানুষ মারা যায়।

উল্লেখ্য, ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম হ্রদ। এটাকে উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। হ্রদটি প্রায় ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত।