| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষক হতে পারবেন না: ইসি আলমগীর


ফাইল ছবি

রাজনৈতিক ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষক হতে পারবেন না: ইসি আলমগীর


রহমত নিউজ     02 August, 2023     10:32 PM    


যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশর মানুষ কোনো না কোনো দল সমর্থন করবে। তবে কোনো দলের কমিটিতে আছে কিনা, সেটা দেখতে হবে। আমাদের নীতিমালায় আছে বর্তমানে যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না।

বুধবার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে ২১১টি বেসরকারি সংস্থা আবেদন করে। এর মধ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে মাত্র ৯৫টি। সর্বশেষ গত কমিশন ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা পর্যবেক্ষক হতে পারবেন না। বিষয়টা হলো, বাংলাদেশর মানুষ কোনো না কোনো দল সমর্থন করবে। তবে কোনো দলের কমিটিতে আছে কি না, সেটা দেখতে হবে। আমাদের নীতিমালায় আছে, বর্তমানে যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তবে পাবে না।