| |
               

মূল পাতা সারাদেশ জেলা মারামারি ছেড়ে মির্জা ফখরুলকে ন্যায়ের পথে আসার আহ্বান পরিকল্পনামন্ত্রীর


মারামারি ছেড়ে মির্জা ফখরুলকে ন্যায়ের পথে আসার আহ্বান পরিকল্পনামন্ত্রীর


রহমত নিউজ     01 August, 2023     09:04 PM    


মারামারি ছেড়ে মির্জা ফখরুলকে ন্যায়ের পথে আসার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা মারামারিতে নেই। মারামারি করলে দেশের ক্ষতি। আমরা নির্বাচনে আসবো। দরবার করে ফখরুলের কোনো ফায়েদা হবে না। এটা বন্ধ হওয়া উচিত। দেশটা আমাদের, ফখরুলের না, মান্নানেরও না। দেশটা সকলের। তাই ফখরুল কিংবা যারাই আছেন, সবাই ন্যায়ের পথে আসেন। ব্রিটিশ মোড়লের সঙ্গে হাঁটাহাঁটি করে লাভ হবে না।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীর আবর্তক তহবিল হতে ৮৭ জন উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দাঙ্গাহাঙ্গামা লাগাতে। তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দিবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা করে ক্ষমতায় আসা যাবে না। আমরা ঝগড়া বিবাদে নেই। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু সুন্দরভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।  তারা মাইর (মারামারি) লাগাতে চায়। ভোট হবে না, জ্বালাও পোড়াও করে। আমরা বলেছি নির্বাচনে বাক্স নিয়ে আসো। সবাই আসো, জনগণ যাকে ইচ্ছে ভোট দিবে। আমরা রাজি আছি।  ১৫ টাকা কেজি দরে চাল, ১৭ সালের বন্যার পর সারা বছর কম দামে চাল শেখ হাসিনা খাইয়েছেন। কেউ অনাহারে থাকছে না। পল্লি ক্লিনিকে গেলে বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়। কতকিছু বিনামূল্যে সরকারে দেয়। বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। সবাই চিকিৎসা ও সেবা যাতে পায় সে ব্যবস্থা করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ শান্তিগঞ্জ