| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মাদরাসাছাত্র রেজাউল হত্যার বিচারের দাবিতে ছাত্র জমিয়তের মানববন্ধন


মাদরাসাছাত্র রেজাউল হত্যার বিচারের দাবিতে ছাত্র জমিয়তের মানববন্ধন


রহমত নিউজ     31 July, 2023     09:46 PM    


জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ফজিলত প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রবিবার (৩১ জুলাই) বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আহমদের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় কর্মীরা শুক্রবার গুলিস্তানে শান্তি সমাবেশ নামে যে অশান্তি, নৈরাজ্য ও সন্ত্রাস কায়েম করেছে — তাতে প্রাণ হারায় পথচারী নিরীহ মাদরাসা ছাত্র রেজাউল করিম। শান্তি সমাবেশের নামে এধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড মুলত: ক্ষমতাসীনদের ভাবমূর্তিই ক্ষুন্ন করেছে।

বক্তারা আরোও বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করত: দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
 
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি মুফতি মাহবুবুল আলম,  যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি সাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির , প্রচার সম্পাদক আবু সুফিয়ান মানসুর, কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের , সাহিত্য সম্পাদক হাসান মাহমুদ, পাঠাগার সম্পাদক এনামুল হাসান নাঈম ও নির্বাহী সদস্য কে এম তাহমিদ হাসান সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মরহুম হাফেজ রেজাউল করিমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।