মফস্বল ডেস্ক 31 July, 2023 09:52 PM
সুনামগঞ্জের মধ্যনগরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। অলি উল্লাহ নামে ওই শিশুটির বয়স এক বছর। সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার মধ্যনগর ইউনিয়নের শালিয়ানী গ্রামে সামির হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে শিশুটির বাবা-মা তাকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন। এসময় বারান্দায় থাকা পানি ভর্তি একটি বালতিতে খেলার একপর্যায়ে মাথা পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে অলি উল্লাহর মৃত্যু হয়। অলি উল্লাহর মা তার মাথা নিচ দিকে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে মধ্যনগর বাজারে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে আসে। স্থানীয় চিকিৎসক শিশু অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আলী উসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা শিশুটিকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন। শিশুটি খেলা করতে গিয়ে হঠাৎ করেই পাশে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। মায়ের চিৎকার শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ‘বালতির পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর আমি পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ’
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর