মূল পাতা মুসলিম বিশ্ব দোহায় মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করবে তালেবান
মুসলিম বিশ্ব ডেস্ক 28 July, 2023 12:49 PM
আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় এ মাসের শেষদিকে সফর করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মূখপাত্র আব্দুল কাহার বালখী। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি একথা জানান।
টুইট বার্তায় তিনি আরও বলেন, আফগানিস্তানের পক্ষ থেকে আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞা ও কালো তালিকা প্রত্যাহার, আফগানিস্তানের ব্যাংক রিজার্ভ ছাড় দেওয়া এবং আফগানিস্তানে আকাশসীমা লংঘন বন্ধ করা ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে।
কাতার সফরে দ্বিপক্ষীয় ইস্যূতে আফগান প্রতিনিধি দল কাতারের সরকারী কর্মকর্তাদের সাথেও বৈঠক করবে বলে জানান তিনি।
An Afghan delegation led by IEA Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi will visit Doha at the end of July and hold talks with American officials on issues of interest. pic.twitter.com/Nw7WMm2Ldr
— Abdul Qahar Balkhi (@QaharBalkhi) July 27, 2023