| |
               

মূল পাতা রাজনীতি বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি ইসলামী আন্দোলনসহ আ’লীগের ৩ সংগঠন


বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি ইসলামী আন্দোলনসহ আ’লীগের ৩ সংগঠন


রহমত নিউজ ডেস্ক     26 July, 2023     08:57 PM    


রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী। তবে আগামীকাল বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেন, আমরা ডিএমপিতে যোগাযোগ করেছি। কিন্তু বায়তুল মোকাররম উত্তরগেটে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে আমরা আমাদের সমাবেশ কর্মসূচি পালনে বদ্ধপরিকর। সেজন্য আমরা স্থান পরিবর্তন করেছি। দলীয় কার্যালয়ের সামনেই হবে আমাদের সমাবেশ।

প্রসঙ্গত, মোড়েলগঞ্জে ঘরোয়া কর্মসূচিতে পুলিশি বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিল দলটি।

এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।