| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ইবতেদায়ী স্তরকে জাতীয়করণসহ ১১ দফা দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের


ইবতেদায়ী স্তরকে জাতীয়করণসহ ১১ দফা দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের


রহমত নিউজ ডেস্ক     15 July, 2023     03:26 PM    


দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইবতেদায়ী স্তরকে জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ৷ 

শনিবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। 

ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমান বলেন, দেশে ১ লাখ ৩০ হাজার প্রাইমারি স্কুল সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে। এছাড়াও এনজিও পরিচালিত হাজার হাজার স্কুল উপজেলা প্রশাসন থেকে কোড নাম্বার নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও বিনামূল্যে বই পাচ্ছে। অথচ মাদ্রাসা শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী ৬৮৮২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এ সুযোগ থেকে বঞ্চিত। বাস্তবতার আলোকে বলা যায়, মাদরাসা শিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কমপক্ষে ৩০ হাজার স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আওতায় নেওয়া জরুরি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মতো অর্ধশতাধিক পিটিআই রয়েছে। অথচ সংযুক্ত ও স্বতন্ত্র ১৫ হাজারের অধিক মাদ্রাসার জন্য বিগত ৪৮ বছরেও একজন শিক্ষকের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রাইমারি শিক্ষার উন্নয়নকল্পে প্রাক-প্রাথমিক স্তর রয়েছে। সেখানে শিক্ষক বরাদ্দ ও সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। প্রাক-প্রাথমিক স্তরে ৩৭ হাজার ৬৭২ জন শিক্ষক নিয়োগ পেয়ে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মাদ্রসার জন্য এ স্তর খোলার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই দেশে ডিগ্রি ও মাস্টার ডিগ্রি পান প্রাইমারি হেড মাস্টার ও শিক্ষকরা যে কারিকুলাম ও সিলেবাস অনুসরণ করে পাঠদান করেছেন, এবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ ফাজিল (ডিগ্রি) ও কামিল (মাস্টার ডিগ্রি) সনদ নিয়ে একই কারিকুলাম ও সিলেবাসে পাঠদান করে যাচ্ছেন। উপরন্ত মাদ্রাসার স্বকীয় ৪টি অতিরিক্ত বিষয় পাঠদান করে যাচ্ছেন। অথচ এবতেদায়ী প্রধান একজন অফিস সহকারীর সমান বেতন পাচ্ছেন। একই দেশে এ বৈষম্য আর কতদিন চলবে বলেও প্রশ্ন রাখেন তিনি৷ 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-  
• মাদরাসার ইবতেদায়ী স্তরকে জাতীয়করণের আওতায় নেওয়া।
• মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এবতেদায়ী নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন কর।
• দেশের ৯১% ভাগ মুসলিম ও ৭% ভাগ বিভিন্নধর্মে বিশ্বাসী তথা শতভাগ মানুষের ঈমান, আকীদা, দেশপ্রেমের মানষিকতা গড়ে তোলার জন্য শিক্ষাক্রমকে সংশোধন করা, যাতে শিক্ষার্থীগণ ইমান- আকীদা ও বিশ্বাস নিয়ে গড়ে উঠে।
• স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদরাসামূহকে প্রাইমারীর মত সুযোগ-সুবিধা প্রদান করা।
• নতুন ইবতেদায়ী মাদরাসা মঞ্জুরীর স্থগিতাদেশ তুলে নেয়া।
• ইবতেদায়ী স্তরের শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য পিটিআইয়ের আদলে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা।
•  ইবতেদায়ী শিক্ষকগণকে প্রাইমারি স্কুলের মতো বেতন কাঠামো নির্ধারণ করা।