| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আজ বিভাগীয় শহরগুলোতে খেলাফত মজলিসের সমাবেশ শুরু


আজ বিভাগীয় শহরগুলোতে খেলাফত মজলিসের সমাবেশ শুরু


রহমত নিউজ ডেস্ক     13 July, 2023     10:36 AM    


নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবি আদায়ে আজ থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শুরু করতে যাচ্ছে খেলাফত মজলিস।

আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন।

এরপর আগামী ১৪ জুলাই দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ১৫ জুলাই মাইজদী প্রেস ক্লাব চত্ত্বরে নোয়াখালী জোন সমাবেশ, ১৫ জুলাই শহীদ মিনার চত্ত্বরে রংপুর বিভাগীয় সমাবেশ, ২০ জুলাই টাউনহল ময়দানে কুমিল্লা জোন সমাবেশ, ২১ জুলাই টাউনহল চত্ত্বরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই টাউনহল চত্ত্বরে বরিশাল বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই রেজিস্ট্রি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ, ২৭ জুলাই ডাকবাংলা চত্ত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশগুলোতে খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। চলমান সংকট উত্তরণে খেলাফত মজলিসের দাবিগুলো গণদাবিতে পরিণত হওয়ায় তা মানতে সরকারকে বাধ্য করতে সকল নেতাকর্মী ও দেশবাসীকে আহূত সমাবেশগুলো সফল করার উদাত্ত আহ্বান জানান খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড.
আহমদ আবদুল কাদের। উক্ত সমাবেশগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে সাংবিধানিক অধিকার রক্ষায় প্রশাসনকেও সহযোগীতার আহ্বান জানান তারা।

খেলাফত মজলিসের ৮দফা দাবি হচ্ছে:
১. ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা।
২. দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।
৩. নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
৪. দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা।
৫. গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা।
৬. রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ।
৭. পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা।
৮. বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকুরীতে নিয়োগ দান।