| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে দুই পুলিশ সদস্যের মৃত্যু


ডেঙ্গুতে দুই পুলিশ সদস্যের মৃত্যু


রহমত নিউজ     10 July, 2023     10:42 AM    


ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য এতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার।

মারা যাওয়া দুই পুলিশ সদস্য হলেন হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

হাফিজ আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য চিকিৎসাধীন। তারা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রোববার (৯ জুলাই) সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হন আরও ৮৩৬ ডেঙ্গু রোগী; যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১৬ জন ও ঢাকার বাইরে ৩২০ জন।

বর্তমানে সারাদেশে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৬৮ জন ও ঢাকার বাইরে ৭৮২ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।