| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া বিহারের শিক্ষা বিভাগে জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ


বিহারের শিক্ষা বিভাগে জিনস, টি-শার্ট পরা নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক     09 July, 2023     05:39 PM    


ভারতের বিহারে শিক্ষা বিভাগের সব অফিসে জিনস, টি-শার্ট ও ক্যাজুয়াল পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। এসব পোশাক অফিস সংস্কৃতির সঙ্গে মানানসই না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ এক আদেশে এ তথ্য জানায়। 

শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এক আদেশে টি-শার্ট ও জিনস পরে অফিসে আসা কর্মচারীদের নিয়ম ভঙ্গকারী হিসেবে অভিহিত করেছে। সকল কর্মকর্তা-কর্মচারীকে আনুষ্ঠানিক পোশাকে শিক্ষা বিভাগের অফিসে আসতে হবে। অবিলম্বে শিক্ষা দপ্তরের সব অফিসে ক্যাজুয়াল পোশাক না পরার আদেশ কার্যকর করা হবে।

এর আগে, রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট সরকারি অফিসের সকল সরকারি কর্মীদের জিনস ও টি-শার্ট পরতে নিষেধ করেন। জিনস ও টি-শার্টের পরিবর্তে তাদের আনুষ্ঠানিক পোশাক পরতে ও পরিচয়পত্র বহন করতে বলা হয়েছিল।

সূত্র : এনডিটিভি