| |
               

মূল পাতা আন্তর্জাতিক দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না: অভিষেক বন্দ্যোপাধ্যায়


অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না: অভিষেক বন্দ্যোপাধ্যায়


আন্তর্জাতিক ডেস্ক     03 July, 2023     06:43 PM    


সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘আমরা দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না।’

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (০৩ জুলাই) সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডিতে এক জনসভার বক্তব্যে এ  কথা বলেন। রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।   

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আমাদের গলা কেটে দিলেও মুখ থেকে জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করব না। আমরা বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না। আমরা দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জেদ হল বাংলাকে পাতে মারবে, আর বাংলার মানুষের টাকা আটকে রাখবে।’  

তিনি বলেন, ‘আমি দেশের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলছি, আপনার যা জেদ, তার থেকে দশ গুণ বেশি জেদ আমার। আপনার জেদ বাংলার মানুষকে আপনি পাতে মারবেন, ভাতে মারবেন, পেটে মারবেন। আর আমার জেদ দিল্লিতে ১০ লাখ বঙ্গবাসীকে নিয়ে গিয়ে আমাদের অধিকার আপনার চোখের সামনে থেকে আমরা ফিরিয়ে আনব, আমরা ছিনিয়ে আনব, আমরা আদায় করে আনব। পঞ্চায়েত নির্বাচনের পর দেশ মাসের মধ্যে ‘দিল্লি চলো’ ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস এই লড়াইকে সর্বাত্মক করবে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে আরও বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই, ইডি’ লাগানোর উদ্দেশ্য হল দুর্নীতিকে আটকানো নয়। এরা মানুষকে দু’টো রাস্তা দেয়। যাদের  বিরুদ্ধে তদন্ত হয়, হয় বিজেপিতে এসো, না হলে জেলে যাও। তৃণমূলের কোনও নেতা-কর্মী আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই আজকে, গায়ের জোরে, গাজোয়ারি করে জেলে রেখে দিয়েছে। আর যারা বিজেপিতে গেছে, তারা আজকে ধোঁয়া তুলসীপাতা। আর যারা মাথা উঁচু করে লড়ছে, তাদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে লাগিয়ে দমিয়ে রাখছে’ বলেও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন। 

-পার্সটুডে