রহমত নিউজ ডেস্ক 01 July, 2023 11:43 AM
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আমি মনে করি মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, তেমনি নেতা বাঁচে না কর্মী ছাড়া। সংগঠন ছাড়া একা নেতা হয়ে লাভ হবে না। সেই নেতার কোনো আত্মতুষ্টিও থাকবে না। এক অশুভ রাজনৈতিক শক্তি নির্বাচন করতে দেবে না, তাদের উদ্দেশ্যে বলি, যদি স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, অন্য সহযোগী সংগঠন, সর্বোপরি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে তবে নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারো নেই। সেজন্য সংগঠনকে আরো ক্তিশালী করতে হবে।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা এবং বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী উপজেলার নেতাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাবেক ছাত্রনেতা মুন্সী সেলিম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম এ আজিজ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, সাংগঠনিক সম্পাদক রবিউল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এস এম মহব্বত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তিসহ তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।