| |
               

মূল পাতা জাতীয় শান্তিরক্ষা মিশনেযৌন হয়রানির কোনো জায়গা নেই : পররাষ্ট্র সচিব


শান্তিরক্ষা মিশনেযৌন হয়রানির কোনো জায়গা নেই : পররাষ্ট্র সচিব


রহমত নিউজ ডেস্ক     25 June, 2023     12:01 PM    


পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই। সকলকে এই ধরনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানা তিনি।

এ বছরের ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্টেরিয়াল হবে। রবিবার ঢাকায় তার প্রস্তুতি সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে সেটির কৌশল নির্ধারণ খুজে বের করার দিকে আমরা তাকিয়ে আছি। শান্তিরক্ষায় নারীদের যথাযথ অংশগ্রহণ শুধু লিঙ্গ সমতার জন্য প্রয়োজন নয়, এটি কার্যকর শান্তিরক্ষা মিশন এগিয়ে নেয়ার জন্য একটি বড় উপাদান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও লিঙ্গ সমতার মূলনীতি প্রসারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।