মূল পাতা শিক্ষাঙ্গন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়েও স্থান নেই বাংলাদেশের
রহমত নিউজ ডেস্ক 24 June, 2023 01:36 PM
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৩'- এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি।
গত বৃহস্পতিবার (২২ জুন) এই তালিকা প্রকাশ করে সাময়িকীটি।
তালিকার র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৯২তম। সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
র্যাংকিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের ৪টি, হংকংয়ের ৩টি, সিঙ্গাপুরের ২টি ও জাপানের ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এবারের তালিকা করা হয়েছে।