| |
               

মূল পাতা জাতীয় দেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন


দেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন


রহমত নিউজ     19 June, 2023     08:25 PM    


বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।

সোমবার (১৯ জুন) রাতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

তিনি জানান, আজ সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ্ব মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ্ব ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ্ব মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ্ব মাসের নবম দিনে।